স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানাল পৌর ছাত্রলীগ
মঙ্গলবার দুপুরে বগুড়া সার্কিট হাউজে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া পৌর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাস ও সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বির। বগুড়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এই ফুলেল শুভেচ্ছা জানায় পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়ার শেরপুর ধুনট আসনের এমপি হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমনা দুলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির হোসেন নবাব সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।