যে কারণে স্বামী হিসেবে রবিনকে পূর্ণিমার পছন্দ
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমার নতুন জীবনসঙ্গী একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিন।
গত ২৭ মে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের। বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় স্বামী আশফাকুর রহমান রবিনের সাথে এক ছাদের নিচে বসবাস করছেন এ অভিনেত্রী। চার বছরের বন্ধুত্ব ও প্রেমের পরেই রবিনকে বিয়ে করেছেন ‘মনের মাঝে তুমি’ খ্যাত এই নায়িকা।
পূর্ণিমা বলেন, রবিন আসলেই খুব ভালো। ভালো একজন মানুষ। যার কাছে সবকিছু বলা যায়। যাকে সবক্ষেত্রে বিশ্বাস করা যায়। আমরা কাজের ক্ষেত্রে কাজই করেছি। আবার বন্ধুত্বের ক্ষেত্রে সেটা সেভাবে বজায় রেখেছি।
তবে অভিনেত্রী হওয়ায় রবিনের পরিবার তাকে মেনে নিবে কিনা সেই দুশ্চিন্তাও ছিল পূর্ণিমার। তিনি বলেন, আমার একটা ব্র্যাকগ্রাউন্ড আছে। আর তাদের রক্ষণশীল পরিবার। সবকিছু মিলিয়ে সবাই আমাকে তারা গ্রহণ করবে কিনা; এ নিয়ে একটা চিন্তা তো ছিলই। কিন্তু তার পরিবার খুব সুন্দরভাবে বিষয়টিকে গ্রহণ করেছে।
পূর্ণিমার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন তিনি। ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যা সন্তানের মা হন পূর্ণিমা। বছর তিনেক আগেই পূর্ণিমার ডিভোর্স হয়ে যায়। দীর্ঘদিন এ নায়িকা একাই ছিলেন। তখন তার পরিচয় হয় রবিনের সাথে।