চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানীর ঘটনায় আরও ১ গ্রেফতার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সাইফুল। তাকে নিয়ে এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হলো। শনিবার নগরীর বহদ্দারহাট এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়।
র্যব-৭ এর হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সাইফুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। এর আগে রাউজান ও হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের গ্রেফতারের খবর জানিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে র্যব। এতে জানানো হয়, চবিতে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মোট ছয়জনের জড়িত থাকার তথ্য মিলেছে।
গ্রেফতার বাকি চারজন হলেন- চবির ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আজিমকে (২৩), চবির নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র নূর হোসেন শাওন (২২) এবং হাটহাজারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২)।