জয়পুরহাটে প্রশাসনের কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা
জয়পুরহাটে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুলাই সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি দেওয়ান মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা সুলতানা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, সাংবাদিক আবু বকর সিদ্দিক, জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সাধারণ সম্পাদক উজ্জল মিনজী ও অ্যাডভোকেসি অফিসার নিরঞ্জন কুমার দাস।
সভায় উত্তর-পশ্চিমাঞ্চলে বসবাসরত সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত গোষ্ঠীর অধিকারভিত্তিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রধান অতিথির দিক নির্দেশনা মোতাবেক অ্যাডভোকেসি প্লাটফর্মের সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খবর বিজ্ঞপ্তির।