আমার কাছে তিনিই সক্রেটিস, হেরোডটাস, ইবনে খালদুন, গাজ্জালী রহ.!
ছোট্ট জীবনে জ্ঞানের জন্য বহু দরজায় দরজায় ঘুরেছি। আলহামদুলিল্লাহ সব জায়গায় থেকে কমবেশি পেয়েছি কিন্তু আমার জন্য জ্ঞানের রাজ্যের প্রবেশ পথ এই মানুষটি। মানুষটির নাম জিয়াউল হক। তিনি শুধু পথই নয় বরং সেই রাজ্যের রাজপুত্র বটে। তরুণ প্রজন্ম কে বলবো! নিজেকে চিনতে হলে, নিজের ভিতরের পাহাড় সমান অটল, আকাশ সমান বিশাল শক্তিকে পেতে হলে একজন জিয়াউল হক স্যারকে পড়া খুব জরুরি। জিয়াউল হক পুরো মুসলিম উম্মাহ্র সম্পদ। দার্শনিক, লেখকরা বেঁচে থাকতে সেভাবে মূল্যায়ন পায় না। হয়তো জিয়াউল হক স্যারের বেলায়ও ব্যতিক্রম হবে না। সেজন্য আমার আহবান থাকবে, কিশোর-তরুণ তোমরা যারা জ্ঞানচর্চা করতে চাও,জ্ঞানের স্বাদ পেতে চাও, এই মানুষটির ৫ মিনিট সহবত পাওয়ার জন্য উন্মুখ, উন্মাদ হয়ে যাও। যেভাবেই হোক চেষ্টা করো এই মানুষটির পরশ পেতে। হয়তো একদিন আফসোস করবে। আলহামদুলিল্লাহ! আল্লাহর হাজার শোকর আমাদের একজন জিয়াউল হক স্যার আছেন। আমাদের জন্য স্যারের কাছে এখনো অনেক কিছু আছে যা অমূল্য! ও আল্লাহ সেগুলো আমাদেরকে দেওয়ার আগ পর্যন্ত স্যারের নেক হায়াত তুমি রাখো। https://www.facebook.com/she.sagor.98?__cft__[0]=AZX0CrdpHZgDaQLk2w_wwMeoK-MH5kIl55mFV7zRL0v7ZFmcDIAWzVbHI4fMrClWBTbCX1Hll_jt9eVbbAkVJjaDO_0LYtRd9PtM1rX3NB7RATWLDI7u0IFbUa-hxltIBAfCnFsaZfHFAhudmuhC2otwcogzvQPwLEkwS9jcVkLZCw&__tn__=-UC%2CP-R
(বি: দ্র: বাংলাদেশের গর্ব, ইংল্যান্ড প্রবাসী লেখক, গবেষক, বহুগ্রন্থপ্রণেতা, বুদ্ধিজীবি, প্রাজ্ঞ আলোচক জনাব জিয়াউল হকের ব্যক্তিত্ব, জ্ঞানের গভীরতা, যুগের চাহিদায় তার ভূমিকা, তরুণসমাজের জন্য প্রয়োজনীয়তা নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন। প্রসঙ্গত আলোচিত উক্ত ফেসবুক স্ট্যাটাসটি দাতার লিংকসহ গ্রামীণ আলো’র পাঠকদের জন্য তুল ধরা হলো)