কুরআনের বিস্ময়! “মাত্র আড়াই মাসে পূর্ণ কুরআন মুখস্থ”
অনন্য মেধাবী শিশুটির নাম মুহাম্মাদ আলী ইবনে আমীন। সূত্রাপুর বগুড়ার বাসিন্দা। বয়স ৯ বছর। মারকায মসজিদ মাদরাসার ছাত্র সে। ছেলেটি মাত্র ২ মাস ১৫ দিনে পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করেছে। তার এই অবাক করা সাফল্যে বগুড়াবাসী গর্বিত। সোস্যাল মিডিয়ায় মুহাম্মাদ আলী ইবনে আমীনের সাফল্য ঘুরছে। আলীকে নিয়ে বগুড়ার বিশিষ্ট আলেমে দীন মুফতি মনোয়ার হোসেন একটা স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে তিনি মুহাম্মাদ আলী ইবনে আমীনের ছবি যুক্ত করেন। মুফতি মনোয়ার উল্লেখ করেন- আল্লাহ তাআলা কুরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন, ‘নিশ্চয়ই আমিই কোরআন নাজিল করেছি এবং অবশ্যই আমিই তা সংরক্ষণ করব। ‘ (সুরা-১৫ [৫৪] হিজর, আয়াত: ৯)। ৯ বছরের একটি শিশু মাত্র আড়াই মাসে কুরআন মুখস্থ করার বিরল এ ঘটনা তারই প্রমাণ। আল্লাহ তাআলা মেধাবি এ শিশুটিকে দ্বীনের জন্য কবুল করুন। বিশ্বের অবিস্মরণীয় এ মেধাকে আল্লাহ তাআলা উম্মাহর জন্য কবুল করুন।