জয়পুরহাটের ক্ষেতলালে ৫ কোটি ১৬ লক্ষ টাকা ব্যায়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন হুইপ স্বপন এমপি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি ১৬ লক্ষ টাকা ব্যায়ে সাড়ে ৮ কিঃ মিঃ গ্রামীন রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর ও ৮৪ লক্ষ টাকা ব্যায়ে ১টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। পূর্ব ঘোষিত সিডিউল মোতাবেক ১৮ জুলাই সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মাননীয় হুইপের কার্যতালিকায় ছিল- উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর থেকে দূর্গাপুর, কাজীপাড়া থেকে জিয়াপুর, আমিরা গ্রামীন রাস্তা, বড়াইল ইউনিয়নের মাটিহাঁস- শিবপুর গোপীনাথপুর রাস্তা, বড়তারা ইউনিয়নের টাউসাড়া মোড় থেকে ছোটতারা রাস্তা, নিমতলী মোড় থেকে শিশি নাজিরপাড়া গ্রামীন রাস্তা পাকাকরণ ও ভোলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন। তুলশীগঙ্গা ইউনিয়নের তালশন ঈদগাঁ মাঠ হতে ইকরগাড়া রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট ২ আসনে সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, জয়পুরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার শাহা, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, উপজেলা আ’লীগের সভাপতি ও আলমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সিরাজুল ইসলাম বুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক এ্যাড: এসএম মোরর্শেদ রহমান, আহসান মোরশেদ পাভেল, পৌর আ’লীগের সভাপতি দুলাল মিয়া সরদার, উপজেলা যুবলীগের সহসভাপতি আবু মুসা কিং। এ ছাড়াও মামুদপর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, বড়াইল ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, তুলশীগঙ্গা ইউপি চেয়ারম্যান হাইকুল ইসলাম লেবু মোল্লাসহ সকল ইউপি ও ওয়ার্ড আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টারঃ

বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ স্বপন এমপি
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *