টিএমএসএস বৃক্ষ রোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে

বৃক্ষ রোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৯-২০২০ এর প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কারে ভূষিত হয়েছে টিএমএসএস। গত রবিবার ঢাকায় আগারগাঁও বন অধিদপ্তরের অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি এই পুরস্কার তুলে দেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এর নিকট।

TMSS Pic
পুরস্কার গ্রহণ করছেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম

টিএমএসএস করোনাকালীন সময়ে এক কোটি ঔষুধি, ফল ও বনজ চারা দেশব্যাপী বিতরণ করে। বসতবাড়িতে বাগান, রাস্তার পাশে বাগান, ব্লক প্লান্টেশন হিসেবে এসব চারা রোপণ করা হয়। এছাড়াও উদ্যোক্তা পরিবারের মধ্যে অর্থ বিনিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে পাঁচ শতাধিক নার্সারী সৃষ্টি করা হয়। এই নার্সারীর প্রতিটিতে গড়ে পাঁচটি করে পরিবারের কর্মসংস্থান হয়েছে। গ্রাম বাংলার হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুল্য চারাগাছের বিপণন হয়ে থাকে। ফলে শ্যামল বাংলায় সবুজায়ন হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *