পাঁচবিবিতে পূবালী ব্যাংকের ৮১তম শাখা উদ্বোধন
পাঁচবিবিতে পূবালী ব্যাংকের ৮১তম শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা গত ২১ জুলাই বৃহস্পতিবার তিনমাথা অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা ব্যবস্থাপক মোঃ শরিফুল হাসান। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন। বিশেষ অতিথি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক মোঃ ছালামুজ্জামান, জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, বিশিষ্ঠ ব্যবসায়ী শরীফুল ইসলাম বাবু, পাঁচবিবি পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মশিউর রহমান ও পল্লীবিদ্যুতের এজিএম আব্দুল বারী প্রমূখ। সভাশেষে ফিতা কেটে পূবালী ব্যাংকের ৮১তম শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
পাঁচবিবি প্রতিনিধিঃ