বাংলাদেশের সিলেটের একটি গ্রাম্য মসজিদ সবার নজর কাড়ছে
সিলেটের বিয়ানীবাজার উপজেলার একটি নামকরা গ্রামের দৃষ্টি নন্দন মসজিদটি পর্যটনপ্রিয় মানুষের দৃষ্টি আকর্ষণ করচে। এই উপজেলার অন্যান্য গ্রামেও এমন অনেক মনোরম ব্যয়বহুল মসজিদ আছে যা শুধু বাংলাদেশ কেনো বিশ্বের অনেক দেশের শহর গুলোতেও বিরল। নিজ চোখে দেখা এসব গ্রাম্য মসজিদ গুলোর মধ্যে এইটা বিশেষভাবে বিয়ানীবাজার উপজেলার দৃষ্টি কাড়ে। একজন প্রত্যক্ষদর্শী লিখেছেন- আমি নামাজ শেষে বেরিয়ে মসজিদের আঙ্গিনায় দাঁড়িয়ে ছবি তোলার জন্য সেলফোনের ক্যামেরা অন করতেই আমার দশ বছর বয়সী ছেলে আমার হাত থেকে আইফোনটি নিয়ে তার নিপুণ হাতে বেশকিছু ছবি ক্যামেরাবন্দী করলো। তিনি গ্রামের নাম উল্লেখ করেননি। দৃষ্টিনন্দন মসজিদটি অনেক সৌন্দর্যপ্রিয় মানুষের মনের চাহিদা মেটাচ্ছে।
বি: দ্র: তথ্য ও ছবি ফেসবুক থেকে সংগ্রহ করা