মহাবীর সালাউদ্দিন আইয়ুবীর উপর সিরিজ নির্মাণ হচ্ছে
তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রযোজনায় ইতিহাসখ্যাত মুসলিম বীর সালাহউদ্দিন আল আইয়ুবীর বর্ণিল জীবনের উপর নির্মিতব্য সিরিজের অফিসিয়াল আপডেট ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য সালাউদ্দীন আয়ুবী ছিলেন বিখ্যাত বীর, যিনি বায়তুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। ক্রসেডার তথা সমগ্র ইউরোপের খ্রিষ্টান বাহিনীকে পরাজিত করেছিলেন তিনি। ব্রিটেনের রাজা রিচার্ড ক্রসেডারদের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি পরাজিত হয়ে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস থেকে বিতারিত হয়েছিলেন। সালাউদ্দীন আয়ুবী এক হাজার বছর ইতিহাসের একজন সেরা বীর এবং আলোচিত শাসক। বর্তমান ন্যাটো বাহিনী এবং ইউরোপের বিভিন্ন দেশ সালাউদ্দীন আয়ুবীর যুদ্ধ কৌশল গবেষনা করে। ইউরোপ এই মহানবীরকে সম্মানের চোখে দেখেন। গত ২২ জুলাই তুরস্কের ইস্তাম্বুল শহরে সালাউদ্দিন আল আইয়ুবী সিরিজের উদ্ভোধন ঘোষণা করা হয়। আগামী ৩০ জুলাই সিরিজটি শুটিং শুরু হবে বলে জানা গেছে।
ডেস্ক রিপোর্টঃ