আস-সুন্নাহ ফাউন্ডেশন বৃহত্তর সিলেটে ৩ হাজার পরিবারকে পুনর্বাসন করবে

বৃহত্তর সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০০ পরিবারকে পুনর্বাসনের কাজ শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আস-সুন্নাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শায়খ আহমাদউল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সম্পর্কে দেশবাসীকে ধারণা দিয়েছেন। তিনি জানান- পুনর্বাসনের দুটি পরিকল্পনা হাতে নিয়েছি আমরা

১. সরেজমিন রিপোর্টের ভিত্তিতে বন্যায় গৃহহীন হওয়া ১০০০ পরিবারকে প্রাথমিকভাবে ৪ বান টিন ও ১০টি করে পিলার দেবে ফাউন্ডেশন। এরপর ঘরের কাজ শুরু করলে নির্মাণ খরচ বাবত নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হবে। আর সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাওয়া কিছু পরিবারকে সম্পূর্ণ আধা পাকা ঘর প্রস্তুত করে দেওয়া হবে ইন শা আল্লাহ।

২. এছাড়াও বন্যায় ফসলের ক্ষতি হওয়া ২০০০ কৃষক ও গৃহস্থকে নগদ অর্থ সহায়তা প্রদান করবে ফাউন্ডেশন।

 

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলো ধ্বংসের স্মৃতিচিহৃ হয়ে আছে।

শায়খ আহমাদউল্লাহ উল্লেখ করেন-  আমাদের ৫টি টিম কাজ করছে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়। তারা সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করছেন। এ সপ্তাহে আরো কয়েকটি টিম তাদের সাথে যোগ দেবে ইন শা আল্লাহ। উল্লেখ্য, ইতোপূর্বে এক হাজার মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। যার মধ্যে ছিল ১৮ হাজার বস্তা চাল (২৫ কেজির প্রতিটি)। এছাড়াও ১০৫টি গরু জবাই করে বন্যার্তদের মাঝে গোশত বণ্টন করা হয়।

তথ্যসুত্র: ফেসবুক। ডেস্ক রিপোর্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *