ধামইরহাটে ৩৫ জন অসহায় পেল নতুন ঘর ও জমির দলিল

সারা দেশে প্রধানমন্ত্রীর উদ্যোগে ২৬ হাজারের অধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন বাড়ী ও জমির দলিল হস্তান্তরের অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে ৩৫ জনকে ঘর প্রদান করা হয়েছে। ২১ জুলাই বেলা ১১ টায়  ভূমি ও গৃহহীণদের মাঝে জমির দলিল হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার প্রমুখ সহ বিভিন্ন সরকারী দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

ধামইরহাটে ৩৫ জন অসহায় পেল নতুন ঘর ও জমির দলিল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *