পাঁচবিবিতে পল্লী বিদ্যুতের নতুন অফিস ভবন উদ্বোধন

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পাঁচবিবি উপজেলা শাখার নবনির্মিত অফিস ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ রবিবার দুপুরে হরিহরপুর গ্রামে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পল্লী বিদ্যুৎ সমিতির উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এনামুল হক প্রামানিক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি এএসপি সার্কেল ইশতিয়াক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক জিএম আব্দুল কুদ্দুস, নির্বাহী প্রকৌশলী নাফিউল আলম, উপজেলা আ-লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, পাঁচবিবি পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার আব্দুল বারী প্রমুখ।

 

পল্লী বিদ্যুত সমিতির নতুন অফিস ভবন

সভার পূর্বে নতুন ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শেষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সাড়ে ১০ কোটি টাকা ব্যায়ে নির্মিত হল পল্লিবিদ্যুত সমিতির পাঁচবিবি শাখার নতুন ভবন। এখানে গ্রাহক সংখ্যা ৭৬ হাজার।

পাঁচবিবি প্রতিনিধিঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *