পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ: ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’
‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। গত রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি উপজেলা আ.লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ায কাযমীর, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নূর-নবী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডল ও সমাজসেবক শাহীন চৌধুরী।

শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পাঁচবিবি প্রতিনিধিঃ