পাঁচবিবিতে প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহ্ফিল
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকালে মুক্তিযোদ্ধা সংসদ পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বরমান হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ মারুফ আফজাল রাজন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডলসহ উপজেলার জীবিত সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
পাঁচবিবি প্রতিনিধিঃ