জয়পুহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভার ভোটগ্রহণ চলছে
জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভার ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আজ বুধবার সকালে শুরু হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতিও বাড়তে থাকে। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পাঁচবিবি পৌরসভায় ৭২ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলার পদে ৪৯ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার পদে ১৭ জন প্রার্থী। ক্ষেতলাল পৌরসভায় ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মেয়র পদে নৌকা প্রতীকের সিরাজুল ইসলাম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে ৬ ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলার পদে ছাইদুর রহমান ও হাবিবুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
স্টাফ রিপোর্টারঃ