শিবগঞ্জের রায়নগরে প্রশংসায় ভাসছে যুবনেতা হিরুর নাম
বেশ কিছুদিন ধরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর মন্ডলপাড়ায় চলাচলের রাস্তা বাঁশদ্বারা বেড়া দিয়ে ১২ পরিবারের শতাধিক মানুষদের অবরুদ্ধ করে রেখেছিল একটি প্রভাবশালী মহল। জনসাধারণের এমন দূর্ভোগের খবর পান মহাস্থান গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও যুবনেতা হাফিজুর রহমান হিরু। তিনি দুপুরে দ্রুত ওই গ্রামে সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ান। এ সময় তিনি উভয়পক্ষের লোকজনদের ডেকে আলোচনার মাধ্যমে জটিলতা নিরসন করেন। আলোচনা ফলপ্রসূ হলে প্রতিবন্ধকতা সৃষ্টির উক্ত বাঁশের বেড়া খুলে দেয়ার ব্যবস্থা করেন। এতে ওই এলাকার শতশত মানুষ যুবনেতা হাফিজুর রহমান হিরুকে বাহবা দেন এবং এমন মহৎ কাজে এগিয়ে এসে জনসাধারণের সহযোগীতা করার উদাত্ত আহ্বান জানান। এ সময় যুবনতা হিরু বলেন, আমি সর্বদা মানুষের কল্যাণ কামনা করি। আপনারা আমার ভাই-বোন। আপনাদের মধ্যে কোন ভেদাভেদ আমি চাইনা। আপনাদের যে কোন সমস্যায় আমাকে স্মরণ করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সব ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।
হিরু আরো বলেন, আমি আপনাদের সুখে-দুখে পাশে থাকবো। কোন দালালকে এক টাকা দিতে হবে না। মিলে মিশে থাকবেন, এটাই আমার চাওয়া পাওয়া। ছোট খাটো বিষয়ে থানা-পুলিশ করার আগে আপনারা আমার সাথে পরামর্শ করবেন, চেষ্টা করবো সমাধানের। এসময় দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের শত শত মানুষ করতালি দিয়ে এমন মহৎ কাজে এগিয়ে আসার জন্য হিরুকে উৎসাহ দেন।
উল্লেখ্য, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহাস্থানের এ কৃতি সন্তান চেয়ারম্যান পদে প্রথমবারেই পাঁচ সহ¯্রাধিক ভোট পেয়ে জনগণের ব্যাপক সাড়া পান। এ ঘটনার শিকার ভুক্তভোগী ষাটোর্ধ এক বৃদ্ধ ব্যক্তি জানালেন, আমাদের গ্রামের দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের জন্য রায়নগর ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সদস্য এবং জনপ্রতিনিধিদের নিকট বার বার বলা সত্বেও তারা বিষয়টি সমাধানের জন্য কোন উদ্যোগ নেননি।
মাহফুজ মন্ডল- শিবগঞ্জ (বগুড়া) থেকেঃ