বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের জাতীয় কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত

গত ২৯ জুলাই শুক্রবার সকাল ৯টায় ঢাকার মগবাজারস্থ নজরুল একাডেমীতে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের জাতীয় কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত হয়। মাহবুব মুকুলের সঞ্চালনায়, শাহ আলম নূরের সভাপতিত্বে, অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন ক্বারী আব্দুল আলীম আশিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বিশিষ্ট চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র ও টিভি অভিনেতা আব্দুল আজিজ, শিক্ষাবিদ, সাহিত্য- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দেশীয় সাংস্কৃতিক সংসদের আহবায়ক আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ, দেশীয় সাংস্কৃতিক সংসদের সমন্বয়ক শিল্পী মোস্তফা মনোয়ার, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি কবি ও কার্টুনিস্ট ইব্রাহীম মন্ডল, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি শরীফ বায়জীদ মাহমুদ, কথাসাহিত্যিক মোহাম্মদ লিয়াকত আলী, কথাসাহিত্যিক ইবরাহীম বাহারী, নাট্যকার আল হোসাইন পিয়ারু, নাট্যকার শাহজাহান কবির সাজু প্রমুখ।

বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের
জাতীয় কাউন্সিলে অতিথিবৃন্দ।

 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন- নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে খুব সহজে মানুষকে মোটিভেটেড করা যায়। বিশেষ করে অল্পশিক্ষিত- অর্ধশিক্ষিত মানুষের কাছে অনায়েসে ম্যাসেজ পৌঁছানো সম্ভব। যেটা অন্য মাধ্যমে অতটা সম্ভবপর হয়ে ওঠে না। আমাদের জীবনে চলচ্চিত্র ও নাটকের প্রভাব অনেক বেশি। শুধু বিনোদন নয়, মানুষের মূল্যবোধ ও নৈতিকবোধকে শক্তিশালী করতে চলচ্চিত্র ও নাটক একটি শক্তিশালী মাধ্যম। বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের আজকের এই কাউন্সিল অধিবেশনের আয়োজন আমাদেরকে নতুন আশার আলো জাগাবে। সমৃদ্ধ একটি দেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে। কাউন্সিল উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচনও করেন অতিথিবৃন্দ। অতিথিবৃন্দ চলচ্চিত্র ও নাট্য সংসদকে সুন্দর একটি প্রকাশনা উপহার দেবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল কর্মকান্ডে ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশাও করেন। অনুষ্ঠানে নাট্যকার শাহ আলম নূরকে সভাপতি, নাট্যকার ও অভিনেতা মুস্তাগিছুর রহমান মুস্তাককে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন – সহ সভাপতি আবিদ জাফর, মাহবুব মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি, জাকারিয়া হাবিব পাইলট, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক খান, অর্থ সম্পাদক মহি উদ্দিন মজুমদার পলাশ, প্রশিক্ষণ সম্পাদক বদিউর রহমান সোহেল, সহকারী প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হাই সেলিম, সঙ্গীত বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সহকারী সঙ্গীত বিষয়ক সম্পাদক শফিক আদনান, পা-ুলিপি ও চিত্রনাট্য সম্পাদক আহসান হাবীব খান, গবেষণা সম্পাদক স্বজন জহির, সহকারী গবেষণা সম্পাদক শাহ কামাল, চলচ্চিত্র সম্পাদক মির্জা শাখেছেপ শাকিব, সহকারী চলচ্চিত্র সম্পাদক ওয়ালিউল্লাহ হায়দার, নাট্য সম্পাদক আব্দুল গনি বিদ্বান, সহকারী নাট্য সম্পাদক হুসনে মুরাদ তারিফ, প্রচার সম্পাদক এস এম রিপন, সহকারী প্রচার সম্পাদক শেখ নজরুল, মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক হুসনে মোবারক, সহকারী মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহিব মুসাফির, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পাদক আবু সাঈদ খান, সহকারী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পাদক বাহারুল ইসলাম হিরা, আইটি সম্পাদক মুয়াজ্জাম হুসাইন, সহকারী আইটি সম্পাদক ওমর ফারুক সময়, প্রোডাকশন সম্পাদক এবিএম নোমান আজাদ, সহকারী প্রডাকশন সম্পাদক মাজেদুর রহমান হাসু, প্রকাশনা সম্পাদক সালমান রিয়াজ, শিল্পীকল্যাণ সম্পাদক মাহদী হাসান, সহকারী শিল্পীকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম মিঠু, পাঠাগার সম্পাদক শাহাদাত হোসাইন টুটুল।

 

আরিফ উল্লাহ, গোলাম মোস্তফা, হাসিবুর রহমান, শফিকুল ইসলাম মাসুদ, বাধন শফিক, তানভীর মাহমুদ, আব্দুল আলিম আশিক, হাসান ঢালী, ইমরান আলী মন্ডল, জিয়া উদ্দিন, নুরুল আমিন রাজু, সিফাত, জাবির আল মাহমুদ, নুর, ইঞ্জিনিয়ার রেজাউল করিম সবুজ, শফিকুল ইসলাম রুবেল, একরাম, মাহমুদ হাসান, নাজমুল, রাজিব, নাহিদ, মোহাম্মদ ইসমাইল হোসাইন, গাজি সুলতান, শেখ মুহাম্মদ আজিম উদ্দিন, আল আমিন নূর মিন্টু, সরদার আব্বাস, পিটি হারুন, পিটি আহনাফ, শাহ খলিলুর রহমান লিটন, আব্দুর রহমান বাবু, হোসাইন বাপ্পী, লুৎফর রহমান-ঢাকা জেলা উত্তর, জাহাঙ্গীর আলম-ঢাকা জেলা উত্তর, ইসমাইল হোসেন-ঢাকা জেলা দক্ষিণ, রাকিব হাসান-ঢাকা জেলা দক্ষিণ, আজিজুল ইসলাম রানা- ঢাকা জেলা দক্ষিণ, ইকবাল হোসাইন ইয়ার-ঢাকা জেলা দক্ষিণ, মেহেদী হাসান সিরাজ- গাজিপুর মহানগরী, রাকিবুল ইসলাম-গাজিপুর মহানগরী, নাজির আহমেদ সরকার- গাজিপুর মহানগরী, ইব্রাহীম খোকন-গাজিপুর মহানগরী, জাহাঙ্গীর আলম-গাজিপুর জেলা, জাকির হোসাইন-নারায়নগঞ্জ মহানগরী, মুহিন উদ্দীন-কুমিল্লা মহানগরী, গোলাম শামদানী-কুমিল্লা মহানগরী, শাহ ফাহিম মাহমুদ-সিলেট মহানগরী, নাহিয়ান-সিলেট মহানগরী, এ্যাড. এহসানুল হক মিলন-চট্টগ্রাম মহানগরী, এনামুল হক-চট্টগ্রাম মহানগরী, আব্দুল্লাহ- বরিশাল মহানগরী, শুভ- বরিশাল মহানগরী, এস এ মুকুল- খুলনা মহানগরী, ইশারুল ইসলাম-খুলনা মহানগরী, মুখলিছুর রহমান মুকুল-বগুড়া মহানগরী, রাহাতুল আলম রাহাত-বগুড়া মহানগরী, শেতফুল আলম গোলাপ-রংপুর মহানগরী, খন্দকার ইমতিয়াজ হাবীব ঋতু-ময়মনসিংহ মহানগরী, আমজাত শ্রাবণ ময়মনসিংহ মহানগরী, আতিকুল্লাহ-নরসিংদী জেলা, ডা. ইব্রাহীম-নরসিংদী জেলা, মাসুম বিল্লাহ-লক্ষীপুর, আব্দুল বাতেন-লক্ষীপুর, আলমগীর হোসেন-লক্ষীপুর, ফজলুল হক রনি-ফেনী, শাহীনুর রহমান শাহীন-নীলফামারী, মাজেদুল ইসলাম-নীলফামারী, সিয়াম হোসাইন-পাবনা। খবর বিজ্ঞপ্তির।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *