শস্য রফতানি চুক্তি: প্রশংসায় ভাসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

কৃষ্ণসাগরের বন্দরে আটকে থাকা শস্য রফতানি সচল করতে তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই ইউক্রেন-রাশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির সময় জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসও উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী চলমান খাদ্যসঙ্কট মোকাবেলায় দারুণ ভূমিকা রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়েব এরদোগান।

আর এতে তিনি সারা বিশ্বের প্রশংসা কুড়াচ্ছেন। চুক্তির ফল পর্যবেক্ষণ ও শস্য রফতানি পর্যবেক্ষণে তুরস্কের ইস্তাম্বুলে খোলা হয়েছে যৌথ সমন্বয় কেন্দ্র (জেসিসি)। এই কেন্দ্রটি জাতিসঙ্ঘ, তুরস্ক, ইউক্রেনীয় এবং রাশিয়ান কর্মকর্তারা তত্ত্বাবধান করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিটির জন্য তুরস্কের প্রশংসা করেছেন। জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স ও জরুরি ত্রাণ সমন্বয়কারী ড. মার্টিন গ্রিফিথস বলেন, শস্যচুক্তি কার্যকর করতে যৌথ সমন্বয় কেন্দ্রের দ্রুত উদ্বোধন একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে ঝুঁকিতে থাকা খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

ডেস্ক রিপোর্টঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *