১৪৪৪ হিজরী সনের শুরুতে ফেসবুকজুরে শুভেচ্ছার স্রোত
১লা মুহাররম থেকে শুরু হয় বিশ্বনবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর হিজরতের স্মৃতি বিজড়িত- নতুন হিজরী সন। সে অনুযায়ী হিজরী ১৪৪৪ সন এবারও শুরু হবে ৩১ জুলাই ২০২২ থেকে । এ দিন উপলক্ষে অনেক মুসলিম ইতিমধ্যে নানারকম উচ্ছাস ও আগ্রহ নিয়ে নিজেদের অবস্থান প্রকাশ অব্যাহত রেখেছেন। হিজরতকে সামনে রেখে ফেসবুকে বন্ধুদের হিজরী সনের শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। একজন লিখেছেন- প্রিয় নবী (সা:) ‘মক্কা থেকে হিজরত করেছেন কিন্তু প্রতিষ্ঠা করেছেন একটি জাতি, যাদের নিয়ে ফিরে এসেছেন মক্কায়। তিনি হিজরত করেছেন …তখন সঙ্গে ছিল শুধু একজন মুসলিম আর যখন ফিরেছেন তাঁর সঙ্গী মুসলিম ছিলো দশ হাজার। তিনি হিজরত করেছেন … মুসলিম জাতিকে, আমাদেরকে শেখাতে যে, লক্ষ্য অটুট রাখতে হয় পরিস্থিতি যত কঠিন হোক না কেন। তিনি হিজরত করেছেন …আমাদেরকে শেখাতে যে, আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য মাতৃভূমি জরুরি নয়। তিনি হিজরত করেছেন …আমাদেরকে শেখাতে যে, হিজরত আসলে সমাপ্তি নয়, বরং প্রতিটি জিনিসের সূচনা। অনেকের বলছেন- মুসলিম সমাজে হিজরী সালের চর্চা আরো বৃদ্ধি দরকার। নির্ভেজাল মূল্যবোধ ও সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে ফিরে আসতে পারে আবার সেই সোনালী দিনগুলো। ঈমান ও আকিদার সাথে নিবিড় সম্পর্ক রেখে প্রতিটি মুসলিম তার ব্যক্তিগত ও সমাজ জীবনে দায়িত্বশীল হলে সব ধরণের সংকট কেটে যেতে বাধ্য ।
ডেস্ক রিপোর্টঃ