“ওস্তাদ” সম্মাননা পেলেন বগুড়ার সাড়া জাগানো শিল্পী রাকিব আহম্মেদ রিপন

বগুড়ার সারা জাগানো স্টেজ শিল্পী, শিল্পীদের ওস্তাদ, সাংস্কৃতিক সংগঠক রাকিব আহম্মেদ রিপন সম্মাননা পেয়েছেন। গত ২৯ জুলাই শুক্রবার “বগুড়া শিল্পী পরিবার” তাকে এই সম্মাননা প্রদান করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পী রিপনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

 

শিল্পী রিপন

এ সম্পর্কে শিল্পী রিপন নিজেই তার ফেসবুজ পেজে অনুভতি প্রকাশ করে লিখেছেন-  কোনো কিছু পাওয়ার অনুভূতিটা সত্যি দারুন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা হামার টিভির স্বত্বাধিকারী মোস্তফা মোঘল, দিল দিগন্ত টিভির স্বত্বাধিকারী ইমাম রায়হান, সৃস্টি দৃস্টি টিভির স্বত্বাধিকারী সানোয়ারুল ইসলাম, তাহমিদ মারিয়া টিভির স্বত্বাধিকারী আব্দুল মতিন ও উত্তরা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোহান রহমানকে।

 

বন্ধুদের সাথে বিশেষ মুহুর্তে শিল্পী রিপন।

তিনি আয়োজকবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন-  আমার মত একজন ক্ষুদ্র প্রশিক্ষককে ওস্তাদ সম্মাননা ক্রেষ্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

 

ক্ষুদে এক শিক্ষার্থী বন্ধুর সাথে শিল্পী রিপন

ডেস্ক রিপোর্টঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *