পাঁচবিবি পৌরসভায় মেয়র ও কাউন্সিলরদের বিশাল সংর্বধনা

পাঁচবিবিতে পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দদের বিশাল সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা গত শনিবার সন্ধ্যায় মালটিপারপাস সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বণিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভরত প্রসাদ গোয়ালা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বণিক সমিতির সহ-সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক নাদিম হাসনাত মন্ডল, পৌর আ,লীগের সাঃ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ নাজিবুল্লাহ্, সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সোহাগ প্রমূখ। সভায় বক্তরা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি নবনির্বাচিত মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। সভার পূর্বে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোরা দিয়ে সংবর্ধনা প্রদান করেন সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও সম্পাদক নাদিম হাসনাত মন্ডল ।

পাঁচবিবি প্রতিনিধিঃ

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *