রংপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রংপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৩০ জুলাই শনিবার সন্ধায় রিপোর্টার্স ক্লাব রংপুর এর কনফারেন্স রুমে সংগঠনের জেলা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। বিএমএসএফের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম লালের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী ও বিএমসএফের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সময় টিভির বিশেষ প্রতিবেদক রতন সরকার।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিকদের স্বার্থে ২০১৩ সাল থেকে সংগঠনটি ১৪ দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে আসছে। সারাদেশে তিন শতাধিক শাখায় প্রায় ১৫ হাজার সাংবাদিক এ সংগঠনের এই আন্দোলনের সাথে কাজ করছে। এছাড়া বিএমএসএফের বৈদেশিক ৬টি শাখাও সক্রিয় ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’ ‘সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবিতে সংগঠনটির সদস্যরা সোচ্চার রয়েছে। এছাড়া জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতসহ গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প ঘোষনার সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নেও সংগঠনটি কাজ করে যাচ্ছে।’

‘সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে বিএমএসএফ বদ্ধপরিকর। এ সকল দাবিগুলো বাস্তবে রুপ দিতে সকল গণমাধ্যম কর্মীদের অংশগ্রহনও জরুরী বলে সংগঠনটি মনে করেন।’ আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কেটে সংগঠনের দশম বর্ষপূর্তি ও ১১ বর্ষে পদার্পণের শুভ সূচনা করেন। উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ, বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শরিফা বেগম শিউলী, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ রাইজিংবিডির প্রতিনিধি আমিরুল ইসলাম, বিএমএসএফের সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, যুগ্মসাধারণ সম্পাদক জিএম জয়, সাংগঠনিক সম্পাদক এসএম জাকির হোসাইনসহ রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

তাজিদুল ইসলাম লাল- রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *