গোয়েন্দা পুলিশের অভিযান: জয়পুরহাটে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পঞ্চম বারের মত গ্রেফতার করেছে বকুল হোসেন সাবু (৪৩) কে। জানা যায়- জেলা গোয়েন্দা শাখা পুলিশ গত ৩১ জুলাই রাতে পৌর এলাকার আরমনগর মহল্লা থেকে ১০০০পিস ইয়াবাহ ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাট জেলা শহরের পৌর এলাকার আরমনগর এলাকার মৃত আজিম উদ্দিনের পুত্র মোঃ বকুল হোসেন সাবু (৪৩) বাকিলা চৌধুরী পাড়ার আমিনুল ইসলামের পুত্র মোঃ সুলতান মাহমুদ চৌধুরী।
ডিবির ওসি শাহেদ আল মামুন জানান, জয়পুরহাট শহরের আরামনগর এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদ আসে ডিবির কাছে। এমন সংবাদে ডিবি পুলিশের একটি অভিযানিক দল সে এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এসময় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বকুল ও সুলতানকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ দুই জনের বিরুদ্ধে পূর্বের ৫টি করে ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
ডেস্ক রিপোর্টঃ