দৈনন্দিন পারিবারিক জীবনে শান্তি-স্বস্তি এবং সন্তান গঠন নিয়ে ভাবনা

ফারজানা আক্তার

লেখক ফারজানা আক্তার

আমি মা । কিন্তু সন্তান সন্তান করে মাথা খারাপ করে ফেলা মা আমি হতে চাই না। আমি চাই আমার জীবনে সকাল থাকুক, এক কাপ চা থাকুক। অবসরে গান থাকুক। ইচ্ছে হলে এক্কেবারে একা একটা চকোলেট পেস্ট্রি বা এক প্যাকেট চিপস্ খাওয়া থাকুক। কিংবা থাকুক সাবানের ফেনায় তৈরী করা বুদবুদ। আমি চাই আমার নিজের একটা সাজের তাক, বাথরুমের একটা কোনা থাকুক আমার স্নানের জিনিস রাখার।

 

লেখকের সন্তান কাজে সাহায্য করছে

আমি চাই আমার এক্সক্লুসিভ একটা লিপস্টিক যেটা আর কেউ পরবেনা আমি ছাড়া। আমি দিনে অন্তত আধঘন্টা আমার নিজের সময় চাই। আমি বয়স হলেও মেরুন রঙ পরতে চাই, লাল টকটকে লিপস্টিক লাগাতে চাই। “তোমায় মানাবে না”, যেদিন থেকে নিজের মনে হবে, সেদিনই বন্ধ করতে চাই।

লেখক বাড়ির বাইরে লাইব্রেরীতে জ্ঞান অর্জনে ব্যস্ত

আমি চাই আমার একটা দিন থাক, যেদিন দোকানে যাওয়া হবে কেবল আমার জামা কিনতে। রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার আগে সবসময় জিজ্ঞেস করা হবে আমার পছন্দের খাবার কী? আমার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হবে বা আমার কথা শোনার জন্য আমার স্বামীর দিনে অন্তত আধ ঘন্টা বরাদ্দ থাকবে। সুযোগ এলে বরের সাথে ওয়ার্ল্ড ট্যুর যেতে চাই, থাক না ক’দিন সংসার অগোছালো। ফুরিয়ে যাক বাজার। ছেলে বা মেয়ে ক’দিন ডাল ভাত বা ম্যাগি খেয়ে থাকুক, তবু বেরিয়ে পড়তে চাই।

বাড়ির বাইরে সন্তানকে সময় দিচ্ছেন লেখক

আমি মা, কিন্তু এমন মা হতে চাই না যেন সন্তানের প্রতি এতই টান থাকবে যে তাকে তার নিজের বৌয়ের সাথে দেখলেও বুক জলবে আমার. তার সংসারের নিয়ন্ত্রন চাইব আমি… মেয়ের সুখে যদি হাসতে পারি , ছেলের বৌয়ের সুখে ও যেন মন খুলে প্রসংশা করতে পারি. আমি মা কিন্তু তার চেয়েও আমি আগে চাই একটা সুখী মানুষ হতে। জীবনে সন্তানের জন্য সব কিছু বিলিয়ে দিতে চাইনা, নইলে এক বয়সে গিয়ে তার সমস্তটা নিতে গিয়ে তার জীবন নষ্ট করতে হবে বরং নিজের নিজস্বতা থাকলেই সন্তান বুঝবে মায়েরও খিদে পায়, ঘুম পায়, কান্না পায়, ইচ্ছে পায়। জীবনে সমস্ত কিছু ত্যাগ করে শেষ বয়সে নিশ্ব হওয়ার চেয়ে সবটা চেটেপুটে উপভোগ করে স্বার্থপর মা হয়ে থাকতে আমি রাজি।

 

লেখক: তুরস্ক প্রবাসী বাংলাদেশী এবং আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *