সারাদেশে ব্যাপক লোডশেডিংয়ের প্রতিবাদে জয়পুরহাট জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম ও সারাদেশে ব্যাপক লোডশেডিংয়ের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৩১ জুলাই রবিবার বিকেলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের নতুনহাট এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান, ওবায়দুর রহমান সুইট, আবু রায়হান উজ্বল, মোক্তদুল হক আদনান, আলমগীর হোসেন, শামস মতিন ও জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রমুখ।
স্টাফ রিপোর্টারঃ