গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাম্পি স্কিন ও খুড়ো রোগে ২১টি গরু মারা গেছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাম্পি স্কিন ডিজিজ ও খুড়ো রোগে গত এক সপ্তাহের ব্যবধানে অন্তত ২১টি গরু মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়াও অর্ধশতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে বলে সূত্রে জানা যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রাম, জিরাই, কোটালপুর ও মাল্লা গ্রাম সহ কয়েকটি গ্রামে গরুর লাম্পি স্কিন ও খুড়ো রোগে আক্রান্ত হয়ে অন্তত ২১টি গরু মারা গেছে। জানা গেছে, মাল্লা গ্রামের আব্দুল মান্নানের ১টি, আব্দুল আলীমের ১টি, কোটালপুর গ্রামের ছালাম মিয়া ও ছামাদ মিয়ার ৩টি লাম্পি স্কিন ডিজিজ ও খুড়ো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়াও জিরাই ও কোগারিয়া গ্রামে অন্তত ১৬টি গরু মারা গেছে বলে জানান স্থানীয়রা। গত এক সপ্তাহের ব্যবধানে গরুগুলোর মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী।

ছবিটি প্রতীকি

মাল্লা গ্রামের আব্দুল মান্নান বলেন, গত দুদিন আগে গরুর হঠাৎ জ্বর হয়। স্থানীয় পশু চিকিৎসক দিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু প্রায় ৫০ হাজার টাকা মূল্যের গরুটি মারা গেছে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তিনি। এদিকে, জিরাই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, হঠাৎ করে গরুর সারা শরীরে গুটি গুটি দেখা দেয়। পরবর্তীতে সেটি ফেটে গিয়ে ঘায়ের সৃষ্টি হয়। এই রোগে আমার ১টি সহ আমাদের গ্রাম এবং পাশবর্তী কোগারিয়া গ্রামে অন্তত ১৬টি গরু মারা গেছে। এতে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা মূল্যের গরু মারা গেলে বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ বেলাল হোসেন বলেন, কয়েকদিন পূর্বে লাম্পি স্কিন ডিজিজ ও খুড়ো রোগে অনেক গরু আক্রান্ত হয়েছিল। এখন উপজেলায় অনেকটা কমে এসেছে। মশা-মাছি থেকে এ রোগ বেশি ছড়ায়। আমরা প্রতিনিয়তই এই রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে উঠান বৈঠক চালিয়ে যাচ্ছি।

বগুড়া অফিস:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *