সাংবাদিকদের মারধরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশ ৭জনকে গ্রেফতার করেছে

বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরা পারসন আজাদ আহমেদ সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানা।

 

গ্রেফতারকৃতদের দেখা যাচ্ছে

২ আগস্ট মঙ্গলবার শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবিসির রিপোর্টার ও ক্যামেরা পারসনকে মারধরের ঘটনার অভিযোগে ভিক্টর ট্রেডিং করপোরেশনের কাওছার ভুইয়াসহ বেশ কয়েক জনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনার বিষয়ে এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

ঢাকা প্রতিনিধিঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *