বগুড়ার শিবগঞ্জে হত্যা মামলার আসামী শ্রী রাখাল চন্দ্র মহন্ত গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জের পল্লী বিদ্যুৎ কর্মচারী আব্দুল হান্নান হত্যা মামলার এজাহার নামীয় আসামী শ্রী রাখাল চন্দ্র মহন্তকে (৫০) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ৩ আগষ্ট বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার মহাস্থানগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাখাল চন্দ্র মহন্ত শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের বামুনিয়া গ্রামের লক্ষ্মীকান্ত মহন্তের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত ১০ জুন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর পিরব সাব জোনাল অফিসের কর্মীরা ভাইয়ের পুকুর এলাকার রেজাউল করিম ও আবু সাঈদ এর বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য যান। এসময় রেজাউল, সাইদসহ আসামিরা পিরব সাব জোনাল অফিসের অফিস সহকারী আব্দুল হান্নানকে এলোপাথারি পিটিয়ে হত্যা করে। বৃহস্পতিবার বগুড়া সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিআইডির একটি চৌকস টিম আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *