যশোরের অদম্য মেধাবী ও আলোচিত প্রতিবিন্ধী শিক্ষার্থী তামান্না জীবন সংগ্রামীদের জন্য প্রেরণা
এক পায়ে লিখে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আলোচিত প্রতিবিন্ধী শিক্ষার্থী তামান্না যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিষয়ে পড়তে চান। যশোরের অদম্য মেধাবী তামান্না আক্তার। ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পদ্ধতির ‘ক’ ইউনিটের পরীক্ষার ফলাফল ৪ আগস্ট বৃহস্পতিবার প্রকাশিত হয়।
এতে তামান্না নম্বর পেয়েছেন ৪৮.২৫। এই পরীক্ষায় ‘‘প্রতিবন্ধী কোটা’’ ব্যবহার করার সুযোগ থাকলেও তিনি তা ব্যবহার করেননি। কোটা ব্যবহার না করে সাধারণ শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় প্রশংসায় ভাসছেন তামান্না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। অনেকেই মন্তব্য করেছেন- আলোচিত প্রতিবিন্ধী শিক্ষার্থী তামান্না জীবন সংগ্রামীদের জন্য প্রেরণা।
অনলাইন ডেস্কঃ