বাংলাদেশ-তুরস্ক বিজনেস ফোরাম গঠন: মোহাম্মদী গ্রুপের রুবানা হক চেয়ারম্যান

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-তুরস্ক বিজনেস ফোরাম (বিটিবিএফ) নামে নতুন একটি ফোরাম গঠন করা হয়েছে। ফোরামটি দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে। আজ শুক্রবার ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দূতাবাসে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের ১১টি ও তুরস্কের ৬টি কোম্পানি একত্রে এ ফোরাম গঠিত হয়। মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হককে চেয়ারম্যান করে ‘বিটিবিএফ’ এর ১৭ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। অন্য সদস্যরা হলেন, কো-চেয়ারম্যান সালাউদ্দিন কাসেম খান (চেয়ারম্যান ইসি অফ বোর্ড এবং এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড), ডেপুটি চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান (কাজী ফার্মস গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি), সেক্রেটারি জেনারেল এরকুমেন্ট পোলাট (ইউনাইটেড আয়গাজ এলপিজি লিমিটেডের সিইও)।

এছাড়া সদস্যরা হলেন- আলী হুসাইন আকবার আলী (বিএসআরএমের চেয়ারম্যান), অঞ্জন চৌধুরী (স্কয়ার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক), আবুল খায়ের লিটু (বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান এবং বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা), এনায়েতুল্লাহ খান( কসমস গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি), মোহামেদ হানিফফা মোহামেদ ফাইরোজ (সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সিইও এবং এমডি), মইনুউদ্দিন হাসান রাশেদ (ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও এমডি), মিরাজ সালমান ইস্পাহানি (এমএম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান ও এমডি), এসকে. নাসির উদ্দীন (আকিজ গ্রুপের চেয়ারম্যান),এমরাহ কারাকা, হাকান এলটিনিসিক, মেহমেট ইলডিজ, মোহাম্মদ কাগরি উনাল ও ওউজুর তুরাক।

বিটিবিএফ চেয়ারম্যান রুবানা হক বলেন, এ ফোরামটি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি দুই দেশের যোগাযোগকে আরো ত্বরান্বিত করবে বলে আশা করি। এ ফোরামটি দুদেশের ব্যবসা ও জনগণের সুযোগ-সুবিধাকে অধিক প্রসারিত করবে। তুরস্কের রাষ্ট্রদূত এইচই মুস্তাফা ওসমান তুরান বলেন, ফোরামটির মাধ্যমে উভয় দেশের ১৭টি কোম্পানির পারস্পরিক সুযোগ-সুবিধা বয়ে আনবে।বিটিবিএফ শীঘ্রই বিশেষজ্ঞ এবং প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিকাশের জন্য সচিবালয়ের মধ্যে একটি গবেষণা ও ডেটা সেলও তৈরি করবে। বিটিবিএফের সদস্যপদ এবং নেতৃত্ব কাঠামোতে লিঙ্গ ভারসাম্যকে উৎসাহিত করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *