হিউম্যান বিয়িং বই : নিজেকে চেনার কষ্টিপাথর
“একজন ব্রিটিশ- ওয়াশ মুসলিমকে প্রথম কোন বইটি দেওয়া যায়, সে ভাবনা আর নেই। উসতায ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহকে দিয়ে আল্লাহ সেই কাজটুকু নিয়েছেন। নিঃসন্দেহে একজন জেনারেল শিক্ষিত মুসলিমের পড়া প্রথম বই হওয়া উচিত এই ‘হিউম্যান বিয়িং’ বইটি। যাতে তিনি নিজেকে চিনতে পারেন- আমি পশ্চিমা ‘হিউম্যান’ নাকি আল্লাহর ‘আবদ’? ‘কোন পরিচয়ে আমি কবরে যেতে চাই’? এটা তো সেই আত্মজ্ঞান, যা একজন মুসলিমের প্রয়োজন হয় তার বালেগ হবার সাথে সাথে। আর একজন নওমুসলিমের প্রয়োজন হয় কালিমা পড়ার পরপরই। আল্লাহর দেওয়া নৈতিকতা অস্বীকারকারী ‘হিউম্যান’ হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই নাকি আল্লাহর দেওয়া নৈতিকতা মেনে তার দাস হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই? এ সিদ্ধান্ত তো আমাকে কুরআন পড়ার আগেই নিতে হবে।
তাই আমি প্রত্যেক মুসলিম ভাইকে অনুরোধ করব, নিজে পড়ার সাথে সাথে প্র্যাক্টিসিং-গাফেল সবার হাতে কীভাবে এই বইটি পৌঁছানো যায়, সেই ফিকির করি সবাই।” অনেকেই হিউম্যান বিয়িং বইটি বহুসংখ্যক কপি সংগ্রহের আগ্রহ দেখাতেন, লাইব্রেরি বা নিজস্ব বন্ধুবান্ধবদের মাঝে বিলি করার জন্য। আগামীকাল থেকে শুরু হচ্ছে সকল বইয়ে ৪৫% ছাড়ে মহাঅফার। এ সুযোগটি কাজে লাগিয়ে আপনি সংগ্রহ করুন হিউম্যান বিয়িং এর মতো জরুরি একটি বই।
লেখা: ডা. শামসুল আরেফীন শক্তি