জয়পুরহাটে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

জয়পুরহাটে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে পালিত হয়েছৈ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। শুক্রবার সকাল ৭টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অস্থায়ীভাবে স্থপানকৃত  শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রথমে জেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেটের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

জেলা পুলিশের শ্রোদ্ধা জ্ঞাপন

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জন্মদিনের কেক কেটে শেখ কামালের জন্মদিন পালন করেন দলীয় নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিমের সঞ্চালণায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বণার্ঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানী, জাহিদুল আলম বেনু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী , পাঁচবিবি পৌরসভার নবনির্বাচিত মেয়র হাবিবুর রহমান হাবিব।

অনলাইন ডেস্ক:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *