কিচক ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ইউসুফ আলীর চোখ অপারেশন সম্পন্ন: অর্থদাতাদের প্রতি কৃতজ্ঞতা
কিচক ইউনিয়নের ০৯ ওয়ার্ডের মাটিয়ান উত্তরপাড়া গ্রামে ইউসুফ আলীর চোখ অপারেশন সম্পন্ন হয়েছে। জনদরদী উদ্যোক্তা, মানবতার ফেরিওয়ালা ০৯ ওয়ার্ডের মেম্বার মো: ফারুক হোসাইন জানান- মহান সৃষ্টিকর্তা উপর নির্ভর করে ফেসবুক আইডিতে ইউসুফ আলীর চোখ অপারেশনসহ যাবতীয় ব্যবস্থা জন্য মানব দরদীদের নিকট দুই হাত প্রসস্ত করে সাহায্য চাইলাম। অনেকে সাহায্য করেছেন। সে সব অর্থ এক করে ইউসুফ আলীর চোখ অপারেশনের উদ্যোগ গ্রহণ করা হয়। ৬ আগষ্ট শনিবার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে পারেশন সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ইউসুফ আলীর স্ত্রীর কান্নাভেজা কন্ঠ আর শুনতে হবে না। গরীব, অসহায় ইউসুফ আলী কৃতজ্ঞচিত্তে অর্থদাতা সকলের জন্য দোয়া করেছেন এবং নিজের জন্যও দোয়া চেয়েছেন। মেম্বার মো: ফারুক হোসাইন বলেন, গণরাজনীতিতে আমি ভীষণ রকমের তৃপ্ত। এক অকৃত্রিম ভালোবাসার মায়ায় জড়িয়েছি জন্মভূমির জনপদে। একদিন নেতৃত্বে থাকব না, এই মানুষগুলোকে ভীষণ মিস করব। একদিন তো পৃথিবী ছেড়েই চলে যাব; হয়তো অনেকেই মিস করবে এই আমাকেও। বিশ্বাস করুন, এই মায়ার টানে দিনরাত ছুটে বেড়াই। পরিবার, ব্যক্তিজীবনের চেয়েও এই সামাজিক জীবনে বেশি সময় কাটাতে পারি এক অজানা টানে! যতদিন শক্তি-সামর্থ্য আছে, সর্বোচ্চটুকু উজাড় করে জনপদের পথে-প্রান্তরে ঘুরতে থাকব ইনশাআল্লাহ।
আমিই কৃতজ্ঞতা স্বীকার করছি, মানবতার মুক্তির দরদী মানুষগুলোকে। যারা আমার মতো অধমের মাধ্যমেই ইউসুফ আলীর নষ্ট চোখ অপারেশনের সাহায্য সহায়তা করেছেন। দোয়া করি তাদেরকে যেন, মহান আল্লাহ্ তায়া’লা দুনিয়ার জীবনে সম্মানিত ব্যক্তি হিসাবে কবুল করুণ, ইনকামে বরকত এবং তাদেরই বংশধর থেকে যারাই পরপারে জীবন পাড়ি জমিয়েছে, তাদেরকেই সুখে শান্তিতে রাখেন।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: