বগুড়ায় বিভিন্ন পাম্পে গাড়িতে বাইকে অতিরিক্ত তেল তোলার হিড়িক
বগুড়ায় গত রাত ১২টার পর থেকে তেলের দাম বাড়ছে এমন খবর শুনে যে যার মত করে গাড়ি, বাইক নিয়ে বিভিন্ন পাম্পে ছুটে যাচ্ছেন এবং প্রয়োজনের তুলনায় বেশি তেল তোলার চেষ্টার করছেন। সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করতে দেয়া যায়। লাইন ধরে একের পর এক পাম্প থেকে তেল নিচ্ছে মানুষ। অবস্থার প্রেক্ষিতে হিমসিম খাচ্ছে পাম্প মালিকসহ সেবাদানে নিয়জিত কর্মকর্তা-কর্মচারীরা। বাস্তবে গাড়ি প্রতি খুব টাকার তেল দিতে দেখা গেছে। ৫ আগস্ট শুক্রবার রাতে বগুড়ার বিভিন্ন পাম্পে গিয়ে এমন চিত্র চোখে পড়ে। এদিকে ৬ আগস্ট শনিবার থেকে লিটার প্রতি ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা দরে বিক্রি শুরু হয়েছে।
অনলাইন ডেস্ক: