রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জয়পুরহাটের এসআই জাহেদুল ইসলাম

পুলিশ বিভাগের রাজশাহী রেঞ্জের মাসিক সার্বিক পারফরমেন্স বিবেচনায় স্বীকৃতি স্বরূপ রাজশাহী রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচতি হয়েছেন জয়পুরহাট সদর থাকার এসআই জাহেদুল ইসলাম। এছাড়া শ্রেষ্ঠ এএসআই হয়েছেন একই থানার গোলাম মর্তুজা। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রতি মাসে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীদের আটক, মাদক ও অস্ত্র উদ্ধার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন মামলা তদন্তে বিশেষ অবদান রাখাসহ ইত্যাদি ভালো কাজের সার্বিক পারফরমেন্স বিবেচনা করে এসব পুরস্কার দেওয়া হয়। জয়পুরহাট সদর থানার এসআই জাহেদুল ইসলাম গত জুন মাসে পুলিশ সুপার ও ওসির দিক নির্দেশনায় এসব কাজে অবদান রাখায় তিনি এ পুরস্কার অর্জন করেছেন।

 

উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট পুরস্কার গ্রহণ করছেন এস আই জাহেদুল ইসলাম।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন তাদের মাঝে সন্মাননা ক্রেষ্ট পুরষ্কার প্রদান করেন। এসআই জাহেদুল ইসলাম বলেন, সব সময় আপ্রাণ চেষ্টা করি গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীদের আটক, মাদক ও অস্ত্র উদ্ধার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন মামলা তদন্তসহ পুলিশের সকল সেবা মানুষের কাছে পৌছে দেওয়ার। এর জন্য পুরস্কার পেয়ে অনুপ্রেরণা ও উৎসাহ বেড়ে গেছে। আগামীতে সাধারণ মানুষের জন্য আরও কাজ করে যেতে চাই।

 

মাশরেকুল আলম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *