স্কুলের রচনা প্রতিযোগিতায় বিজয়ী সায়িমকে পুরস্কার প্রদান করেন ওমর স্কুলের অধ্যক্ষ
কালাই উপজেলা সদরের ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমিতে বাস্তব অভিজ্ঞতার আলোকে সৃজনশীলতা তৈরির লক্ষে শিক্ষার্থীদের জন্য রচনা লেখার ব্যবস্থা করা হয়। গত ৩১ মে ২০২২ তারিখে ওমর স্কুলের কিছু সংখ্যক শিক্ষার্থী বিভাগীয় (রাজশাহী) পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উক্ত প্রতিযোগিতায় ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির দশম শ্রেণির ছাত্র মোঃ সামিউল হক সায়িম রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে এবং দশম শ্রেণির ছাত্রী মোছাঃ আদিমা ছাফারুন নামিশা উপস্থিত বক্তৃতায় ৩য় স্থান অর্জন করে। প্রতিযোগিতার অভিজ্ঞতার আলোকে এই স্কুলে শিক্ষার্থীদের মাঝে রচনা লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত রচনা প্রতিযোগিতায় মোঃ সামিউল হক সায়িমসহ মোট ১০ জন বিজয়ী হয়। সায়িমের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার।
কালাই প্রতিনিধি: