বগুড়ার গাবতলীতে নগদ টাকাসহ দুই হিরোইন বিক্রেতা গ্রেফতার
বগুড়ার গাবতলীতে হিরোইন বিক্রির সময় হিরোইন ও নগদ টাকাসহ দুই ব্যক্তিকে গাবতলী মডেল থানার পুলিশ গ্রেফতার করেছে। ৯ আগষ্ট সকাল সাড়ে ১১ টায় গাবতলী থানাধীন নারুয়ামালা হাটের উত্তর পাশ্বে ইট ভাটার নিকটে হিরোইন ক্রয় বিক্রয় হচ্ছে মম্মে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানার এস আই মুকুল চন্দ্র বর্মন, সোলায়মান আলী ও এ এস আই সুকদেব সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
হিরোইন ক্রয় বিক্রয় সময় হাতেনাতে আসামি সনি (২২) পিতা জহরুল ইসলাম, গ্রাম, তরফসরতাজ ও জাফরুল ইসলাম (৪৫) পিতামৃত: আব্দুল মালেক মালু। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাসী করে হিরোইন ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলে মডেল থানার অফিসার ইনচর্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন।
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ