ধর্ষণের অভিযোগে বগুড়ার সোনাতলা ছাত্রলীগ সেক্রেটারি সুজন কুমার ঘোষের বিরুদ্ধে মামলা
বগুড়ার সোনাতলায় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষের বিরুদ্ধে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন এ ঘটনা নিশ্চিত করে বলেছেন, নির্যাতিতা ওই নারী মঙ্গলবার থানায় এসে লিখিত অভিযোগ দিলে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই গৃহবধূর বক্তব্য ভাইরাল হওয়ার পর অভিযুক্ত সুজন কুমার ঘোষ গা ঢাকা দিয়েছেন।
সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং মামলার এজাহারে ওই গৃহবধূ জানান, সোনাতলা সদরের নামাজখালী গ্রামের সুবাস চন্দ্র ঘোষের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ বেশ কিছুদিন আগে তার গলায় ছুরি ধরে ধর্ষণ করেন। এরপর থেকে প্রতিনিয়ত স্বামী-সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে আসছেন। এতে অতিষ্ঠ হয়ে অবশেষে মুখ খোলার সিদ্ধান্ত নেন তিনি। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান নয়ন বলেন, অভিযোগের বিষয়টি আমরা শুনেছি। ঘটনা সত্য কিনা যাচাই করে দলীয় সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মামলা দায়েরের পর আসামী গা ঢাকা দিয়েছে। তাঁকে গ্রেফতার করতে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালানো হচ্ছে।
বগুড়ুা অফিস: