বগুড়ার শাজাহানপুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার: শরীরে অর্ধশত ছুরিকাঘাতের চিহ্ন

বগুড়ার শাজাহানপুরে ফাহিম ফয়সাল শিশির (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সামনের অংশে বুক ও বুকের চারপাশে উপুর্যপুরি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত ফাহিম ফয়সাল উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদত হোসেন সাজু ফকিরের ছেলে। সে বনানী সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। ৯ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সাজাপুর চারমাথা সানবান্ধা বানারশি চড়াপাথারে কচুক্ষেতের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে শাজাহানপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জনৈক এক ব্যক্তি চড়াপাথারে ঘাস কাটতে গিয়ে কচুর জমির ভেতর ফাহিমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ফাহিমের বুকে ও পিঠে প্রায় অর্ধশত ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নির্মম ক=হত্যাকান্ডের শিকার কিশোর ফাহিম।

ফাহিমের পরিবারের সদস্যরা জানান, সোমবার সাজাপুর ফুলতলা এলাকায় ফাহিমের সঙ্গে তার বন্ধুদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ফাহিমকে মেরে ফেলার হুমকিও দেয় তারা ফাহিমের স্বজনরা আরো জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা ফোন করে ফাহিমকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

 

বগুড়া অফিস:

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *