রাজশাহীতে লিও ট্রি প্ল্যান্টেশন চ্যালেঞ্জ ২০২২ উপলক্ষে ফলজ এবং ঔষধি গাছ রোপণ
১০ই আগস্ট ২০২২ বুধবার মোশাররফ হোসেন লায়ন্স চক্ষুহাসপাতালে লিও ইন্টারন্যাশনাল মেগা ক্লাব টুইনিং প্রোজেক্ট “লিও ট্রি প্ল্যান্টেশন চ্যালেঞ্জ ২০২২” এর আলোকে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন একটি বৃক্ষরোপন কর্মসূচি আয়োজোন করে। বিভিন্ন ফলজ এবং ঔষধি গাছ রোপণ করা হয়। যার মধ্যে ছিলো নিম গাছ, পেয়ারা গাছ, মেহগনি গাছ, কাঠবাদাম গাছ ও কাঠাল গাছ।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রাজশাহীর সম্মানিত সচিব লায়ন আব্দুল মালেক এবং লিও ক্লাব উপদেষ্টা লায়ন মোঃ খলিলুর রহমানসহ আরো অনেক লিওবৃন্দ। প্রোগ্রামটি পরিচালনা করেন ক্লাব টেইল টুইস্টার লিও নাফিসা তাসনীম অর্পা।
রাজশাহী প্রতিনিধি: