বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২ জন ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ায় মাদক বিরোধী অফিযানে দুই জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ১২ আগষ্ট শুক্রবার বগুড়া শহরের স্টেশন সড়কের পাশে মুন এন্টারপ্রাইজের সামনে থেকে ওই দুই মাদককারবারীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রপ্তারকৃতরা হলো, বগুড়ার শহরদীঘি এলাকার মৃত আব্দুস সামাদের পুত্র হেলাল (৩৫) এবং জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপর গ্রামের রেজাউল করিম খানের পুত্র রায়হান খান (৩৭)। এসময় তাদের কাছে থাকা ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর দিক নির্দেশনায় ডিবি বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে একটি টিম বগুড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এতে আসমী দুই জন ধরা পড়ে।
বগুড়া অফিস: