বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ১১৬ শ্রমিকের পরিবারকে অনুদান দিল

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১১ জন মৃত শ্রমিকের পরিবার ও ১০৫ জন শ্রমিকের মেয়ের বিয়ের জন্য মোট ১১ লাখ ৮০ হাজার ১০৫ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। ১২ আগষ্ট শুক্রবার বিকাল ৫টায় বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চারমাথা চত্তরে ইউনিয়নের সংগঠনের সভাপতি আব্দুল হামিদ মিটুল সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোঃ বদরুল আলম খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুল হাসান খন্দকার।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক জিয়াউল হক

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় মোটর মালিক সমিতির সভাপতি সাক্কাত মুঞ্জুর বিপ্লব, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি  মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব মোঃ মহাতাব হোসেন চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি জনাব মোঃ ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল মজিদ, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি জনাব শাহ আকতারুজ্জামান ডিউক, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান।

অনুষ্ঠানের জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১১ জন মৃত শ্রমিক সদস্যর প্রত্যেক পরিবারকে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি হতে চুক্তি মোতাবেক প্রাপ্ত  ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ১০৫ জন শ্রমিক সদস্যর মেয়ের শুভ বিবাহ উপলক্ষে প্রত্যেককে ৬ হাজার ১ টাকা করে মোট  ৬ লাখ ৩০ হাজার ১০৫ টাকা। সর্বমোট ১১, লাখ ৮০ হাজার ১০৫ টাকা ইউনিয়ন তহবিল হইতে এককালিন অনুদান অর্থের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর প্রাং ও প্রচার সম্পাদক জালাল উদ্দিন।

বগুড়া অফিস:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *