সাংবাদিক কবি সংগঠক এইচ আলিমের জন্মদিন

১১ আগষ্ট সাংবাদিক কবি সংগঠক এইচ আলিমের শুভ জন্মদিন। বগুড়ার মেধাবীমুখ এইচ আলিম একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, দক্ষ সংগঠক। যে কোন বিষয়ে যেমন দ্রুত সংবাদ তৈরি করতে পারেন আবার সাংগঠনিক দক্ষতাও দারুন।

 

 

তিনি স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক, বগুড়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক সহ বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভালো লেখেন আবার খেলাধুলায় মাঠে দক্ষ। কবিতা, সাহিত্য, সাংবাদিকতার পাশাপাশি মাঝে মাঝে অভিনয় করেন। অনুষ্ঠান উপস্থাপনায় তিনি বেশ দক্ষ। বহু গুণে গুণান্বিত এইচ আলিম এর আজ জন্মদিন। তার জন্মদিনে অনেকেই প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।

এইচ আলিম: হাজারো কৃতজ্ঞতা সকলের প্রতি

জনিপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এইচ আলিম বন্ধু, সুহৃদদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হলো-  এভাবে সুরেলা কণ্ঠে কেউ ডাকলে, সাড়া না দিয়ে পারা যায় না। কাছে আসতে বললে, পাশে না দাঁড়ালে মানায় না। তার তাহার জন্য কিছুই করতেও পারিনি। তবুও মধ্যরাতের জোস্ন্যা ভেজা সময়ে কিম্বা সকালের আড়মোড়া ভেঙ্গে অথবা দুপুরের তপ্ত ক্ষণে কিম্বা সারাদিনে যারা যাহারা যেভাবে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সিক্ত করে মনের দুয়ারে আনন্দের যোগান দিয়েছেন, তাঁদের প্রতি চির কৃতজ্ঞ। অসংখ্য শুভেচ্ছা পেয়েছি। যাঁদের নাম বলে শেষ করার মত নয়। এতটায় মানে এতটায় শুভেচ্ছা বার্তা, ভালোবাসার কথামালা, দোয়া-আর্শীবাদ পেয়েছি যেন মনে হয় প্রাণের স্বজনরা আমাকে গোলাপ ফুলের বনে বসিয়ে দিয়েছেন। আমি আপনাদের কাছে এমনই থাকতে চাই প্রিয় স্বজন। ভালোবাসার ভিখারী হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমার ভেতরে যা কিছু ভালোবাসা ও ভক্তি-শ্রদ্ধা রয়েছে তা আপনার ও আপনাদের।আমার সকল শ্রদ্ধেয়, বন্ধু, স্বজন, প্রিয়জন, অগ্রজ, সহকর্মী, সহযোদ্ধা, কবি, নাট্যবন্ধু, সাহিত্যের বন্ধু, রাজনৈতিক প্রিয় মানুষ, সমাজসেবক, এমনকি যাঁরা আমাকে পথ চলতে সবসময় পাশে কাছে থাকেন তাদের প্রতি আমার ভালোবাসা জানাই। সেই সঙ্গে তাঁদের জীবন চিরকল্যাণকর হয়ে উঠুক। তাঁদের জীবন শুদ্ধ আলোয় আলোকিত হয়ে উঠুক। হাজারো কৃতজ্ঞতা সকলের প্রতি। বিঃদ্রঃ সকলের কমেন্টগুলো দিতে পারলাম না বলে দুঃখিত। 12/08/2022

বগুড়া অফিস:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *