উত্তরবঙ্গের পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়া ৪৭ বছরে পা রাখলো
দৈনিক করতোয়া । নামেই যার পরিচয়। ১২ আগষ্ট ২০২২ বহুল প্রচলিত দৈনিক করতোয়া ৪৭তম বছরে পা দিলো। বাংলাদেশের সংবাদপত্র শিল্পের ইতিহাসে দৈনিক করতোয়ার দৃঢ় অবস্থান অনস্বীকার্য।
ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া সারাদেশের পাঠকদের কাছে অতি পরিচিত একটি দৈনিক। পত্রিকাটির সম্পাদক মোজাম্মেল হক লালু একজন সাহসী উদ্যোক্তা। সফল ও চৌকস ব্যক্তিত্ব। তার নিরলস প্রচেষ্টায় পত্রিকাটি আজকের এই সুদৃঢ় অবস্থান নিশ্চিত করেছে। উত্তরবঙ্গে পত্রিকাটির রয়েছে বিশাল পাঠক নেটওয়ার্ক। দৈনিক করতোয়া আর মোজাম্মেল হক লালু একে অপরের সাথে গাঁথা। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির সাথে দৈনিক করতোয়ার অব্যাহত অগ্রগতি ও সম্পাদনার অনন্য উদাহরণ ।
বগুড়া অফিস: