ছেলের ছবি প্রকাশ করলেন আলোচিত নায়িকা পরীমণি
১০ আগস্ট বুধবার বিকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরীমণি। এবার নায়িকা নিজেই সন্তানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দিয়ে পরীমণি লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও, অভিনন্দন তোমাকে।
আমাদের রাজপুত্র।’ পরীমণি ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। ফেসবুকে পোস্টের সঙ্গে এটিও তিনি ভক্তদের জানান। এদিকে বাবা হওয়ায় বেশ উচ্ছ্বসিত হয়ে পরীমণির স্বামী চিত্রনায়ক শরিফুর রাজ জানান, মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন। উল্লেখ্য, অন্তঃসত্ত্বা হওয়ার খবর থেকে শরিফুল রাজ ও পরীমণির সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর জানা যায় গিয়াস উদ্দিন সেলিম নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর শুটিংয়ে রাজ ও পরীর পরিচয় ও প্রেম। অতঃপর ২০২০ সালের ১৭ অক্টোবর পারিবারিকভাবে বিয়ে করেন তারা।
অনলাইন ডেস্ক: