নিউইয়র্কে বিতর্কিত লেখক সালমান রুশদীর ওপর হামলা

‘দ্য স্যাটানিক ভার্সেস’ লেখক সালমান রুশদীর ওপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে এক অনুষ্ঠানে অংশ নেয়ার সময় হামলা হয়েছে। সালমান রুশদীর লেখা বিতর্কিত বই ‘স্যাটানিক ভার্সেস’ ১৯৮৮ সালে প্রকাশ হয়। খবরে বলা হ, সালমান রুশদীকে যখন শিটোকোয়া ইনস্টিটিউশনে অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেয়া হচ্ছিল, তখন একজন লোক মঞ্চে উঠে এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা এক ব্যক্তিকে দৌড়ে মঞ্চের দিকে যেতে দেখেন এবং সালমান রুশদীকে পরিচয় করিয়ে দেয়ার সময় তিনি তাকে ছুরিকাঘাত করেন।

একজন চিকিৎসক যিনি হামলার পরপর শিটোকোয়া ইনস্টিটিউটিশনে সালমান রুশদীকে চিকিৎসা দিয়েছেন, তিনি নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তার শরীরে তিনি কয়েকটি ছুরিকাঘাত দেখেছেন। এর মধ্যে একটি আঘাত ছিল ঘাড়ের ডান দিকে। তিনি আরও বলেছেন, মঞ্চে তার শরীরের নীচে অনেক রক্ত জমে ছিল। তিনি তখনো জীবিত বলেই মনে হচ্ছিল। রিটা ল্যান্ডম্যান নামের এই চিকিৎসক বলেন, “লোকজন চিৎকার করে বলছিল, এখনো তার পালস পাওয়া যাচ্ছে, পালস পাওয়া যাচ্ছে।” হামলাকারী এখন পুলিশ হেফাজতে আছে। তবে তার পরিচয় এবং কী কারণে এই হামলা চালিয়েছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

তথ্য উৎস: বিবিসি বাংলা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *