বগুড়ায় নট্রামসের সাবেক পরিচালক আব্দুল মান্নান সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি
নট্রামসের সাবেক পরিচালক আব্দুল মান্নান সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। বগুড়ায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক নিয়োগে অর্থ নেয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল মান্নান সরকারের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত বৃহস্পতিবার দুপুরে জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিন হাসান এই গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ সেপ্টেম্বরে আব্দুল মান্নান সরকারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের নামে নেয়া অর্থ চেয়ে মামলা করেন বগুড়া সদরের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যাপক বেলাল হোসেন। মামলার এজাহারে বলা হয়, তৎকালীন নির্বাহী পরিচালক আব্দুল মান্নান সরকার সদরের টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ দেয়ার নামে তিন লাখ টাকা আদায় করেন। কিন্তু কোনো চাকরি দেননি। পরে এই টাকা একাধিকবার চেয়েও পাননি বেলাল হোসেন। পরবর্তীতে টাকা ফেরত না পেলে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আব্দুল মান্নান সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।