বগুড়ায় ইটভাটা প্রাঙ্গণে খেলার মাঠের দাবিতে মানবন্ধন
বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গণ্ডগ্রাম এলাকায় খেলাধূলা করার মাঠের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ১২ শুক্রবার বিকেলে ওই এলাকার স্টার নামে একটি ইটভাটার চত্বরে যুব সমাজ ও স্থানীয়দের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকাবাসী খেলাধূলা করার জন্য শুধু একটি স্থানই আছে। স্থানটি হলো স্টার ইটভাটার মাঠ। এই মাঠে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষই খেলাধূলা করেন। মাঠটি ঘিরে তাদের অনেক স্মৃতি আছে। বক্তারা অবিলম্বে মাঠটিতে স্থায়ীভাবে কিশোর ও যুবকদের খেলাধূলা করার সুযোগ দেওয়ার দাবী জানান।
বগুড়া অফিস: